![]() |
❤কারো জন্য বুকের মধ্যে শূন্যতা
অনুভব করার নাম ভালোবাসা।
❤কারো সাথে পাশাপাশি চলার
তীব্র ইচ্ছার নাম ভালোবাসা।
❤কারো সাথে কথা
বলতে না পেরে,
ছটফট করার নাম ভালোবাস
❤কাউকে নিয়ে ভাবতে ভাল লাগার
নাম ভালোবাসা।
❤কাউকে সুখী দেখে
নিজেকে সুখী ভাবার নাম ভালোবাসা।
❤কারো চোখের কোণে দুফোটা জল দেখে
কেঁদে
ফেলার নাম ভালোবাসা।
❤কারো কাছ থেকে কিছু পাবোনা জেনেও
কিছু
পাবার আশা করার নাম ভালোবাসা।

No comments:
Post a Comment